শিশুদের জন্য আনন্দময় শৈশব গড়ার আহবান
গান কবিতা নৃত্য ও কথামালায় নানন্দনিক আয়োজনে মুক্তমন খেলাঘর আসরের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার বিকালে পটিয়া কোলাগাঁও নবারুন সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী ।
সম্মেলনে অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক আবুল ফজল বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব বসু, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য।
সংগঠনের সভাপতি রনঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপক শীলের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত শীল, স্বপন সেন গুপ্ত,মানবাধিকার সংগঠক গোলাম মোস্তফা মেম্বার, বোয়ালখালী উপজেলার সম্পাদক সাজ্জাদ হোসেন,মোজাম্মেল হক এরশাদ,মনোজ দত্ত,বিপ্লব সেন,আলী আকবর, নবারুন বড়–য়া, সঙ্গীতা চৌধুরী।
সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সাগর সেন গুপ্ত,খেলাঘরের ঘোষনা পত্র পাঠ করেন ঋতু বড়–য়া,সম্মেলনের দাবীনামা পাঠ করেন মুক্তা সরকার।
সম্মেলনে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে শিশু অধিকার পরিপূর্ন বাস্তবায়ন প্রয়োজন। জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য আনন্দময় শৈশব গড়ে তোলার আহবান জানান বক্তারা।
সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে রনজন চৌধুরীকে সভাপতি রুপক শীলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথবাক্য পাঠ করান জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক আবুল ফজল বাবুল।
সম্মেলনে আসরের শিশু শিল্পীদের নান্দনিক পরিবেশনা সকলকে মুদ্ধ করে।
