তথ্য প্রযুক্তি

যেভাবে করবেন একাধিক সিমের মোবাইল নিবন্ধন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সরকারের নতুন নিয়ম অনুযায়ী বৈধভাবে ফোন ব্যবহার করতে কিছু জটিলতায় পড়তে পারেন একাধিক সিমের হ্যান্ডসেটের নিবন্ধনে।
সরকারের নতুন নিয়মে বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা অথবা ক্রয় করা অথবা উপহার পাওয়া অনুমোদিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের আগে নিবন্ধন করে নিতে হবে।
আইএমইআই নম্বর অনুযায়ী এসব ডিভাইসে প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে আলাদাভাবে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খান জানিয়েছেন, বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্য নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। তাই একাধিক আইএমইআই নম্বর সংবলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে একই কাগজপত্র-ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে।

একসঙ্গে একাধিক আইএমইআই নিবন্ধন করার সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই তা চালু করা হবে বলে জানান বিটিআরসির এ কর্মকর্তা।

তিনি আরও জানান, যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা সিটিজেন পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা নিতে পারবেন। তবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এ সেবা গ্রহণ করতে পারবে।

জাকির হোসেন খান জানান, চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য এনইআইআর সিস্টেমের মাধ্যমে Lost/Stolen-এ রিপোর্ট করার এবং Blocklist/ Blacklist করার সুবিধা দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ সুবিধাটি চালু করা হবে।