খেলা

রাহুল দ্রাবিড়ই ভারতের নতুন হেড কোচ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

রবি শাস্ত্রীর যুগ শেষ হলো। ভারত দলের হেড কোচ হয়েছেন ‘দ্য পিলার’খ্যাত রাহুল দ্রাবিড়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী। অনেক আগেই তিনি এটা জানিয়েছিলেন। এর পরই গুঞ্জন ওঠে, দেশটির পরবর্তী কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে সম্প্রতি সেটি উড়িয়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। অবশ্য, ইঙ্গিতও দিয়ে রাখেন। বলেছিলেন, দ্রাবিড় আগে কোচ পদের জন্য আবেদন করুক, তারপর দেখা যাবে।

অবশেষে সেই রাহুল দ্রাবিড়কেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিসিআই। বুধবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই কোহলিদের গুরু হতে চলেছেন দ্রাবিড়।

এদিকে হেড কোচ হিসেবে দ্রাবিড়কে স্বাগত জানিয়েছেন তার সাবেক সতীর্থ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘দ্রাবিড়ের ক্যারিয়ার সত্যিই দুর্দান্ত। সে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কোচ হিসেবেও দুর্দান্ত সে। সে অনেক তরুণ ক্রিকেটারকে ভালোভাবে গড়ে তুলেছে এবং তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার অধীনে ভারতীয় দল অন্য এক উচ্চতায় পৌঁছাবে।’

বিবৃতিতে রাহুল দ্রাবিড় বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদে নিয়োগ পাওয়া সত্যিই সম্মানের। আমি এই দায়িত্বে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এর আগে ভারতীয় এ দল ও অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন দ্রাবিড়। সর্বশেষ দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে তার অধীনেই খেলেছে শিখর ধাওয়ানরা।

এ প্রসঙ্গে দ্য ওয়াল খ্যাত সাবেক এই ক্রিকেটার বলেন, ‘জাতীয় ক্রিকেট একাডেমি, অনুর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের ছেলেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রতিদিন নিজেদের খেলার মান উন্নতির জন্য তাদের প্যাশন ও কমিটমেন্ট সম্পর্কে আমার ভালো জানা আছে।’