চাকরির খবর

রেলের ২৩৫ পদে আবেদনের সময় বাড়লো


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাংলাদেশ রেলওয়ে কয়েকটি শূন্যপদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে ২৩৫ জনকে নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছে।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারতেন। এখন সময় বাড়িয়ে আগামী ৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া আগের বিজ্ঞপ্তির সবকিছু অপরিবর্তিত রয়েছে।

পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
পদের সংখ্যা: ২৩৫
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। ঝালকাঠি জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের বয়স
এ বছরের ১ সেপ্টেম্বরে যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারাও আবেদন করতে পারবেন ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে। এছাড়া বয়স ৩০ পেরিয়ে যাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে যে প্রার্থীর বয়স ৩০ বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।  

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এ http://br.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে পারবেন ।

আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে ১১২ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।