জাতীয়

শত্রুতার আগুনে পুড়লো ১৫০০ মুরগি

(Last Updated On: )

পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক পোল্ট্রি খামারের প্রায় ১৫০০ মুরগি পুড়ে মারা গেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে সাভার বিরুলিয়া ইউনিয়নের ছোটো কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার একটি খামারে এ ঘটনা ঘটে।

এর আগে, ভোর রাতে কোনো এক সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকালে সাভার মডেল থানায় ভুক্তভোগী এখলাছুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডাইরি সূত্রে জানা গেছে, ভোর রাতে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫ শ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। দুর্বৃত্তরা তাকে নিঃশ্ব করেছেন।

ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।