জাতীয়

স্বর্ণের দাম প্রতি ভরিতে কমলো ২২৭৫ টাকা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরি প্রতি সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা কমানো হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

সর্বশেষ গত ৭ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দামে ইতিহাসে সর্বোচ্চ ৮৪ হাজার ৩৩১ টাকায় রেকর্ড গড়ে।

এবার দাম কমায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে ৫৫ হাজার ২৮৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।