জাতীয়

শপিংমল ১০ ঘণ্টা, খাবারের দোকান ১৪ ঘণ্টা খোলা থাকবে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চলমান বিধি-নিষেধ শিথিল করায় আগামী ১১ আগস্ট থেকে শপিংমল ও দোকানপাট এবং হোটেল-রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে সরকার।

করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ শিথিল করে রোববার (৮ আগস্ট) যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজাঞাপনে বলা হয়েছে, শপিংমল/মার্কেট/দোকানপাটগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। আর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আরও বলা হয়, সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।