শিক্ষা

‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রোগ্রাম ঠিক করছে মন্ত্রণালয়’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 কীভাবে এবং কত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম ঠিক করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে। ‘ 

‘তারা (মন্ত্রণালয়) প্রোগ্রাম ঠিক করছে- কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব…তারা আপনাদের সঙ্গে ব্রিফিংয়ে বসবে। পাবলিকলি বলে দেবে (কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে)। ‘ 

২০২০-র মার্চে দেশে প্রথম করোনা রোগী সনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ কমে গেলে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সম্প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।