জাতীয়

সব শিক্ষক করোনায় আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আট শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এতে ওই বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্তরা হলেন, প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মো. একরামুল হক খন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বলেন, ‘দুই দিন ধরে আমার শরীর খারাপ লাগছিল। তাই আমি ও আমার স্বামীর করোনা পরীক্ষা করাই। দুজনের করোনা পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে মঙ্গলবার স্কুলের সকল শিক্ষক করোনা পরীক্ষা করান। পরীক্ষায় সবার রিপোর্ট পজিটিভ আসে। পরে বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন।’

তিনি আরো বলেন, সব শিক্ষকই নিজ নিজ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এখনো কাউকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’