জাতীয়

সাভারে সিঙ্গারের ওয়্যারহাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর সাভারের সিঙ্গার ইলেকট্রনিক্সের ওয়্যারহাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে সাভারের রাজফুলবাড়িয়ার জোরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার স্টেশনের আরও দুটি ইউনিট, সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি, মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ১২টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ওয়্যারহাউসটিতে ইলেকট্রনিক্স দাহ্য পদার্থ থাকায় আগুন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও সংশ্লিষ্টরা কোনো তথ্য জানানো হয়নি। সিঙ্গার বাংলাদেশের তৈরি হোম এপ্লায়েন্সের ইলেকট্রনিক্স পণ্য এই ওয়ারহাউজটিতে রাখা হতো। জহিরুল ইসলাম বলেছেন, ‘কোথা থেকে এবং কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের আগেই বলা যাচ্ছে না।’