চট্টগ্রাম

সিঁড়ির নিচে এটিএম বুথ, টোকা দিলেই বের হতো মদ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভবনের সিঁড়ির নিচে গড়েছেন মদের এটিএম বুথ। নির্দিষ্ট নিয়মে টোকা দিলেই বের হতো মদ। শুনতে রহস্যজনক মনে হলেও ঠিক এভাবেই চলছিল চোলাই মদের ব্যবসা।

খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার বিকেলে নগরীর কাটা পাহাড় এলাকার খ্রিস্টান বাড়ির জাফর ম্যানশন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কমল দত্ত ওরফে পিন্টু দত্ত ও বিজয় বাড়ই।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খ্রিস্টান বাড়ির ওই ভবন থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিন বস্তায় ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ভবনটির সিঁড়ির নিচে মদ সংরক্ষণ করতেন তারা। কেউ এসে নির্দিষ্ট নিয়মে টোকা দিলেই বের করে দিতেন মদ। আবার কখনো কখনো দিতেন হোম ডেলিভারিও। এভাবে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করছিলেন তারা। এর মধ্যে কমল দত্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হয়েছে।