প্রধান পাতা

সিইসি পদে আলোচনায় যারা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিতর্ক আর ব্যর্থতার বোঝা নিয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে কাজ করছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ৬ সদস্য। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করলো সার্চ কমিটি।কারা আসতে পারেন নতুন কমিশনে, তা নিয়ে আলোচনা চলছে।

বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে কে আসছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিইসি হিসেবে দু’টি নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। একজন হলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি হাইকোর্টে অস্থায়ী বিচারপতির দায়িত্বও পালন করেছেন। অন্যজন হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বিভিন্ন ইস্যুতে তিনি নাগরিক সমাজের হয়ে সরব ভূমিকা পালন করছেন।

এ দুজন ছাড়াও সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আরো কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তবে মনসুরুল হক চৌধুরী ও আলী ইমাম মজুমদার নামই শোনা যাচ্ছে।

সম্ভাব্য নির্বাচন কমিশনার (ইসি) হিসেবেও অনেকের নাম আলোচনায় রয়েছে। যাদের মধ্যে আছেন- বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকত আলী, সুলতানা কামাল, ড. বদিউল আলম মজুমদার, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, ড. জাফর আহমেদ খান,অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

উল্লেখিতদের মধ্যে থেকে কয়েকজনের নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও আলোচনায় আছে।