চট্টগ্রাম

সি-এক্যুরিয়াম স্থাপিত হচ্ছে কক্সবাজারে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি সি-এক্যুরিয়াম স্থাপন প্রকল্পের কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। রামু উপজেলায় বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘বার্ষিক গবেষণা প্রতিবেদন’ উপস্থাপন নিয়ে আয়োজিত সেমিনারে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সমুদ্রসীমায় থাকা অমিত সম্পদ কাজে লাগিয়ে সুনীল অর্থনীতিতে দেশকে সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে সমুদ্র থেকে খনিজ ও মৎস্য সম্পদ আহরণে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্রকেন্দ্রিক ইকো-ট্যুরিজম উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে অংশ নেন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ ও অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ উন নবী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার। এ সময় সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীরা তাদের বার্ষিক গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কর্মীরা অংশ নেন।