চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়কে ঝড়ল পুলিশ সদস্যের প্রাণ

(Last Updated On: )

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. মুশফিকুর আহমেদ (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মুশফিকুর  মোটরসাইকেল চালিয়ে হালিশহর জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।