প্রধান পাতা

“সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, বরং আক্বিদা ভিত্তিক”

(Last Updated On: )

বোয়ালখালীর মাবুদিয়া দরবারের ওরশ মাহফিলে বক্তারা

মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.)’র বড় শাহজাদা হাটহাজারী দরবার শরিফের প্রধান মুতাওয়াল্লি শাহসুফি হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.জি.আ.) বলেছেন, আল্লাহর প্রতি তাকওয়া এবং হযরত রাসূলুল্লাহ (সা.)’র মহব্বতই হচ্ছে দুনিয়া-আখিরাতের একমাত্র মুক্তির পথ। এজন্য প্রয়োজন আওলিয়া কেরামের আধ্যাত্মিক দর্শন। আল্লাহর ওলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়। তিনি আরো বলেন, সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, বরং আক্বিদা ভিত্তিক একটি সংগঠন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মহান আধ্যাত্মিক প্রাণ পুরুষ শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরীর (র.) ৩৯ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত মাহফিলে ১৮ আগস্ট ‘২৫, ২৩ সফর সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তারা বলেন, যুগে যুগে আল্লাহর অলীগন তাদের বেলায়তি আধ্যাত্মিক শক্তি দ্বারা সমাজ ও দেশকে পথভ্রষ্টতা, নাস্তিকতা, বাতুলতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলষ কাজ করেছেন। এরকম এক মহান ব্যক্তিত্ব মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলার (র.) প্রধান খলিফা শাহসুফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)। তার সততা, নিষ্টা, রাসূল (সা.) প্রেম ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে মিল্লাত, মাজহাব এবং ত্বরিকতের শিক্ষায় হাজার হাজার পথভ্রষ্ট মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন।
ওরশ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, মূফতি আল্লামা আবদুল ওয়াজেদ, মুহাদ্দিছ আল্লামা আহমদুল হক, শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী, মাওলানা সৈয়দুল হক আনসারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো: বোলার হোসেন ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী।
শাহজাদা হাফেজ কারী মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরীর মিলাদ ক্বিয়াম পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে ইমাম শেরে বাংলা (র.) পীরজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.জি.আ.)।