আন্তর্জাতিক

সু চি আটক, জাতিসংঘ মহাসচিবের নিন্দা

(Last Updated On: )

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের আটক করায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

মিয়ানমারের জনগণের প্রতি সম্মান দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, সোমবার মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা জারি করে দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে দেশের হস্তান্তর করা হয়েছে। গত কয়েকদিন ধরে দেশটির বেসামরিক সরকারের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নেয় সেনাবাহিনী।

দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনী। সোমবার সকালে অভিযান চালিয়ে এসব নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এনএলডির মুখপাত্র মিও নিয়ুন্ট।