চট্টগ্রাম

সচল হচ্ছে শাহ আমানত বিমানবন্দর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বিমানবন্দর সচল হচ্ছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। নানা আশঙ্কা থাকলেও এর তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। শুধুমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা বাতাসেই সীমাবদ্ধ ছিল। আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি হয়। স্থগিত হয়ে যায় পণ্য খালাসের কার্যক্রম। জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় বড় জাহাজগুলো এবং লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর আশেপাশের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবং সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক রোববার রাতে বলেন, ঘূর্ণিঝড়ে বন্দরের কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। বন্দরের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। সকালে জেটিতে জাহাজ ভিড়বে।