জাতীয়

স্কুলছাত্রীকে ‘অপহরণ’, ছাত্রলীগের সাবেক নেতার নামে মামলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল আহম্মেদ ও তার পরিবারের পাঁচজনের বিরদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন অপহৃত স্কুলছাত্রীর মা ছালমা খাতুন। অপহৃত ওই স্কুলছাত্রীকে আজ রোববার দুপুর পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহরণ মামলার আসামিরা হলেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল আহম্মেদ, তার ভাই রহিম আহম্মেদ ও রক্তিম আহম্মেদ, বাবা আফজাল ও মা রানু বেগম।

মামলার নথি থেকে জানা যায়, অপহৃত ছাত্রী উপজেলার নওগাঁ ইউনিয়নের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। গত বুধবার স্কুলে যাওয়ার পথে রুবেল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে অপহরণ করেন।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল বলেন, ‘ঘটনাটি আমরাও জেনেছি। এর আগেও রুবেলের বিরদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।’

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, ‘এখন রুবেল ছাত্রলীগের কেউ না। তাই এ ঘটনায় ছাত্রলীগ কোনো দায়ভার নেবে না।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’