জাতীয়

স্বাস্থ্যসচিবের বাড়িতে হামলা, এসিল্যান্ডকে পিটিয়ে পুকুরে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কিশোরগঞ্জের কটিয়াদীর চানপুরের গ্রামের বাড়িতে হামলা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায় একদল লোক। ঘটনার সময় স্বাস্থ্য সচিব ওই বাড়িতেই ছিলেন।

এ ঘটনায় সেখানে থাকা উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আশরাফুল আলমের ওপর হামলা হয়েছে। তাকে ফেলে দেয়া হয়েছে পুকুরে। এতে আহত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি এসি ল্যান্ডকে লাঞ্ছিত করার কথা বলেছেন।

ঘটনার পর স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের পরিবার দাবি করেছে, স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একই গ্রামের আবদুল মান্নান ও নূর মোহাম্মদের মধ্যে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ নিয়ে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে বেশ কিছুদিন উত্তেজনার পর তা হামলায় রূপ নিলো আজ।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঙ্গে মোতায়েন রয়েছে র‌্যাব সদস্যরাও। তারপরেও উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি থমথমে বলে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য সচিবের ভাই নাসির উদ্দিন বলেন, অধিকাংশ হামলাকারী আওয়ামী লীগের কর্মী-সমর্থক, তাদের আমরা চিনি। হামলায় নেতৃত্ব দেন চানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুরাদ মিয়া।