চট্টগ্রাম

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

(Last Updated On: )

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মো. তানভীর (৪ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় হাটহাজারী পৌর-সদরের ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার নুরুল আলম মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশু তানভীর ওই বাড়ির মো. হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। এ সময় পরিবারের অজান্তে ঘরের বাইরে খেলছিল তানভীর। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে স্থানীয় এক যুবক পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানা আক্তার চৌধুরী শিশুটিকে মৃত ঘোষণা করেন।