চট্টগ্রাম

হালদায় ভেসে উঠল দুই কাতলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দুইদিনে ২টি মরা কাতলা ব্রুড মাছ ভেসে উঠেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

তিনি বলেন, ‘গতকাল (২৫ জুলাই) সকালের দিকে হালদা নদীর কাগতিয়া স্লুইচ গেট এলাকায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতল ব্রুড মাছ মৃত অবস্থায় উদ্ধার করা হয়। যেটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ১০ ইঞ্চি। আজ (২৬ জুলাই) সকালে গড় দুয়াড়ার নয়াহাট হতে আরও একটি মৃত কাতল ব্রুড মাছ উদ্ধার করা হয়। মাছটির ওজন ছিল ১২ কেজি ২৬০ গ্রাম। এটির দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতা ১ ফুট।’

অধ্যাপক মনজুরুল কিবরিয়া আরও বলেন, ‘সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশে মৎস্য পক্ষ ২০২২ উদযাপিত হচ্ছে এবং দেশের সর্বত্র দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হালদা নদীতে পরপর দুইদিন দুটি ব্রুড মাছের মৃত্যু খুবই অপ্রত্যাশিত। দেশের অর্থনৈতিকভাবেও অপূরণীয় ক্ষতি।’