খেলা

১০ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

(Last Updated On: )

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস না হওয়ায় দশ ওভার কমিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নবাগত অধিনায়ক লিটন দাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে এবং দুই ইনিংসে খেলা হবে ১০ ওভার করে।

উল্লেখ্য, অকল্যান্ডের ইডেন পার্কে এখনও পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। যেখানে তারা জিতেছে ৮টি আর হেরেছে ১২টি। ফল আসেনি বাকি তিন ম্যাচে। অন্যদিকে ইডেন পার্কে এ পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।