জাতীয়

১ লাখ ৮৩ হাজার মুক্তিযোদ্ধার বিশেষ এনআইডি বিতরণ শুরু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাংলাদেশ গেজেটে প্রকাশিত তালিকা অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার মুক্তিযোদ্ধাকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু করল নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, অনুষ্ঠানে ১০০ জনের মধ্যে স্মার্টকার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তালিকাভুক্ত অন্য মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে স্মার্টকার্ড সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে যারা বিশেষ এনআইডি পেলেন, তাদের মধ্যে রয়েছেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), সিইসি কেএম নূরুল হুদা, মোহাম্মাদ আবু হাফিজ, এসকে হাবিবুল্লাহ, মো. ওয়ালিয়ার রহমান, তিমির নন্দী, রানা দাশগুপ্ত, নুরুল ইসলাম নাহিদ, জাফরুল্লাহ চৌধুরী, বিশ্বাস লুৎফর রহমান, এসএম আনোয়ারা বেগম, মো. গোলাম আজাদ, মো. মাহাবুব এলাহী-রঞ্জু (বীর প্রতীক), কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ, রুহুল আমীন হাওলাদার, মো. আবদুল মালেক মিয়া, আলী নূর কাদেরী, মো. আমিরুল ইসলাম, খন্দকার বজলুল হক, এম শামসুল হক, আনোয়ার হোসেন খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মো. রফিকুল আলম, বুলবুল মহলানবীশ লালা, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, নাসির উদ্দিন ইউসুফ, সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), শাজাহান সিদ্দিকী (বীর বিক্রম) ও আসম ফিরোজ।

বিশেষ এই স্মার্টকার্ডের চিপ’র নিচ দিয়ে বীর মুক্তিযোদ্ধা শব্দ দু’টো লেখা রয়েছে। প্রথমবারের মতো কোনো গোষ্ঠীর জন্য স্মার্টকার্ডের নকশায় পরিবর্তন এনে এই কাজটি সম্পন্ন করে ইসি।