খেলা

২৫০ শিশুর পড়াশোনার খরচ দেবেন বাবর আজম


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান। ১৩ বারের চেষ্টায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের প্রথম জয়। পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, শহিদ আফ্রিদি যা করে দেখাতে পারেননি, তাই করে দেখিয়েছেন বাবর আজম।

স্বাভাবিকভাবেই পাকিস্তানবাসী এখন আনন্দে উত্তাল। নেচে-গেয়ে তারা এ জয় উদযাপন করছেন। তবে অধিনায়ক বাবর আজম ঐতিহাসিক এই জয় ভিন্নভাবে উদযাপন করছেন। তিনি ২৫০ শিশুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর জন্য অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনে’র সঙ্গে কাজ করবেন তিনি। তাদের অংশীদারিত্বে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করেই বাবর আজম পাকিস্তানের জয় উদযাপন করতে চান।

২৭ বছর বয়সী এ তারকা জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার। জানা গেছে, এর জন্য পাকিস্তানি মুদ্রায় ২০ লাখ রুপির একটি তহবিল (ফান্ড) গঠন করা হবে।

সোমবার সামাজিক মাধ্যম টুইটারে বাবর লেখেন, আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই। এটি আমার বাবা মোহাম্মদ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম।

বাবরের ক্যারিয়ারজুড়ে তার বাবা অবদান রেখেছেন। তাই সুযোগ পেলেই, বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর। একবার বাবা দিবসে ইনস্টাগ্রামে লেখেন, এখন আমি যেখানে আছি, এর পেছনে সব অবদান এই ব্যক্তির। আমাকে উন্নত জীবন দেওয়ার জন্য যে নিবেদন দেখিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, আমার স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন এবং পূরণ করতে দিয়েছেন, সে কথা কখনো ভুলব না। আব্বু, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।

দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবারের মতো হারানো অধিনায়ক, শুধু এটুকুই যথেষ্ট ছিল ইতিহাসে আজমের জায়গা করে দেওয়ার জন্য। তবে ব্যাট হাতে অপরাজিত ৬৯ রান করে ক্রিকেটীয় দিক থেকেও নিজের কাজটাও ভালো মতো সম্পাদন করেন । ভারতকে হারানোর ওই মুহূর্তে মাঠেই ছিলেন বাবরের বাবা আজম সিদ্দিকী। গ্যালারিতে বসে ঐতিহাসিক এ মুহূর্ত দেখে আবেগে কেঁদে ফেলেন বাবর আজমের বাবা।