জাতীয়

৩ মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১২৫ জন শিশু হত্যা এবং ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, হত্যার শিকার হওয়া ১২৫ জনের মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। শূন্য থেকে ৬ বছরের মধ্যে রয়েছে ৩২ জন এবং ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন। ১৪ জনের বয়স জানা যায়নি।

এ ছাড়া একই সময়ে ধর্ষণের শিকার ১০৭ জন শিশুর মধ্যে ৯১ জন মেয়ে শিশু এবং বাকি ১৬ জন ছেলে শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১৮ জনের বয়স শূন্য থেকে ৬ বছর। ১০৯ জনের বয়স জানা যায়নি।

এ ছাড়া একই সময় ২৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে আসক।

উল্লেখ্য, দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংস্থাটি এ প্রতিবেদন তৈরি করে।