জাতীয়

৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত হয়ে আজ শনিবার দুপুর ১২টা ৪৪ মিনিটে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটির ভিত্তিস্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা।

এরপর জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান সরকারপ্রধান।

জানা গেছে, শনিবার ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও। মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।

রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রংয়ের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী আগমনের আগেই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেন।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বঙ্গবন্ধুকন্যা।