ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো আর্সেনাল। শনিবার রাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে শনিবার শুরু থেকেই দারুণ খেলছিলো সাউদাম্পটন। ২৪ মিনিটে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল তাদের পারফরম্যান্সের ধার বাড়ায়। তৈরি করে বেশ কিছু সুযোগও। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই গোল আদায় করে নিতে পারেনি।
আর্সেনালের মতো সাউদাম্পটনও বাকি সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু তারাও আর জালের নাগাল পায়নি। তাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলই ভাগ্য বদলে দেয় ম্যাচের। আর সাউদাম্পটনকে টিকিট পাইয়ে দেয় পঞ্চম রাউন্ডের।