চট্টগ্রাম স্বাস্থ্য

রোগী হয়রানি: চমেক হাসপাতালের কর্মচারীসহ আটক ৩


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগী হয়রানি ও সেবার বিনিময়ে টাকা লেনদেনের সময় ৩ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) একটি টিম।

সোমবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আট ৩ জন হলেন – চমেক হাসপাতালের অফিস সহকারী মহিউদ্দীন, পরিচ্ছন্ন কর্মী রুখসানা ও দালাল সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. ফারুক।

সূত্র জানায়, চমেক হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি ও হাসপাতাল স্টাফদের সহযোগিতায় দালালের মাধ্যমে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল।  

গত শনিবার থেকে এ কাজে সন্দেহভাজনদের নজরদারিতে রাখার পর সোমবার সকাল ১১টার দিকে টাকা লেনদনের সময় ৩ জনকে হাতেনাতে আটক করে এনএসআই টিম। পরে তাদের চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীরের কাছে হস্তান্তর করা হয়।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আটক এক দালালকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।