রাস্তায় চলছে যানবাহন। এরই মধ্যে একদল ব্যানার নিয়ে বসে পড়েছেন মধ্যখানে।
শনিবার (১৭ জুলাই) সকালে এমন অভিনব প্রতিবাদ করেছেন নগরের বাকলিয়া থানা এলাকার কল্পলোক আবাসিকের বাসিন্দারা।
বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে কল্পলোক আবাসিকের সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে যাওয়ায় এ প্রতিবাদ বলছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং, এনডিই ও বিশ্বাস বিল্ডার্সসহ নানা ঠিকাদারি প্রতিষ্ঠান আবাসিকের পূর্বদিকে তাদের মিক্সচার মেশিন বসিয়ে ভারী যানবাহন বহন করছে। এতে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। এ ছাড়া ওভারলোড যানবাহনের ঝাঁকুনির কারণে ভবন কেঁপে উঠছে।
কল্পলোক আবাসিক প্লট ও ফ্ল্যাট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সফিকুল আলম বলেন, ভারী যানবাহনের শব্দে দূষণের সৃষ্টি হয়েছে। শিশুরা পড়ালেখা করতে পারছে না। অসুস্থ ও বৃদ্ধরা নানা সমস্যায় ভুগছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের অত্যাচারে মানুষ চরম দুর্ভোগে আছে।
কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতির (২য় পর্যায়) সাধারণ সম্পাদক মমিনুল হক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারি কাজ করছে ভালো কথা, কিন্তু তাই বলে সাধারণ মানুষকে কষ্ট দিবে! মানুষ মসজিদে যেতে পারে না। শিশুরা স্কুলে যেতে পারে না। রাস্তায় সব বড় বড় গর্তের সৃষ্টি।
অভিযোগ স্বীকার করে বিশ্বাস বিল্ডার্সের প্রকল্প প্রকৌশলি তৌহিদুল আলম বলেন, কল্পলোক আবাসিকে আমাদের প্রজেক্ট চলছে। গাড়ি চলাচলের কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে। তবে আমরা নিজেদের উদ্যোগে মেরামত করেছি বেশ কয়েকবার। যেহেতু বর্ষাকাল তাই মেরামতের পরও আবারও পুরোনো অবস্থায় চলে যাচ্ছে।
কল্পলোক আবাসিকে প্রায় ১৭শ ফ্ল্যাট থাকলেও প্রস্তুত হয়েছে ৪০০ এর মত ফ্ল্যাট। সেখানে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।