আন্তর্জাতিক

টিকা না নেওয়ায় চাকরি হারালেন সিএনএনের ৩ কর্মী

(Last Updated On: )

করোনাভাইরাসের টিকা না নিয়ে অফিসে আসায় চাকরি হারিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র তিন কর্মী। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জেফ জুকের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টিকা না নিয়েই অফিসে এসেছিলেন ওই তিন কর্মী। বিষয়টি নজরে আসতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিয়ে সিএনএন’র প্রেসিডেন্ট জেফ জুকের বলেন, ‘গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম, নির্দেশ অমান্য করে ওই তিন কর্মী টিকা না নিয়ে অফিসে এসেছেন। এজন্য তাদের বরখাস্ত করা হয়েছে।’

এক টুইটে জেফ জুকের বলেন, ‘পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ বিষয়ে (টিকা নেওয়া) আমরা জিরো টলারেন্স নীতি নিয়েই চলব।’ সিএনএন কর্মীরা যদি অফিসে বা অন্যত্র কোনো ব্যক্তির সংস্পর্শে আসেন তবে টিকা বাধ্যতামূলক বলেও জানান তিনি।