প্রধান পাতা

কাজে ফিরেছেন রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকেরা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

নানান সমস্যার কারণে আন্দোলনে নামা বোয়ালখালীর রিজেন্ট টেক্সটাইল মিলের শ্রমিকেরা কাজে ফিরেছেন। মালিকপক্ষ তাদের সমস্যা নিরসন করলে ৩০ ঘণ্টা পর কাজে যোগ দেন তারা।

রোববার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল থেকে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে রিজেন্ট টেক্সটাইল মিলের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় বৈঠক হয়।  

এতে অংশ নেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার শম্পা রাণি সাহা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম, রিজেন্ট টেক্সটাইলের মালিকপক্ষের নেতৃত্ব দেন নির্বাহী পরিচালক আকতারুল ইসলাম এবং শ্রমিক পক্ষে ৪০ জনের প্রতিনিধিদল।  

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি মালিকপক্ষ মেনে নিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।  

শনিবার থেকে বেতনের ১০ শতাংশ ইনক্রিমেন্ট, জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট বাস্তবায়ন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। পরে টেক্সটাইলের প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করেন মিলের প্রায় দেড় হাজার শ্রমিক। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশের একাধিক টিম অবস্থান নেয় কারখানা এলাকায়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে যান।