চট্টগ্রাম

চট্টগ্রামে পানির তীব্র স্রোতে নালায় তলিয়ে গেল যুবক

(Last Updated On: )

নগরীর মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে মো. সালামত (৩৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টা চেষ্টায়ও সন্ধান মিলেনি তার।

অতিরিক্ত পানির স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে  নিখোঁজ সালামতের ঠিকানা জানা যায়নি। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের গ্রুপ লিডার আবছার উদ্দীন বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি। পরে আমরা ফিরে গেলে বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল ও রেসকিউ টিমের ৬ সদস্য  নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে।