চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৯


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বন্দর নগরীতে এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে তিন হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৫ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে পাঁচ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ৩৮ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার সাত জন, চান্দনাইশের ২৬ জন, পটিয়ার পাঁচ জন, বোয়ালখালীর ৪৮ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৬২, ফটিকছড়ির ৩৩, হাটহাজারীর ৪৫ জন, সীতাকুণ্ডের ২৬, মীরসরাইয়ের ১৯ জন ও ১৭ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬০ হাজার ৯০৭ ও ২০ হাজার ৩১০ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৭৪ ও উপজেলা পর্যায়ের ৩৮৪ জনসহ মোট ৯৫৮ জন মারা গেছেন।