জাতীয়

মেয়েদের নিয়ে উন্মুক্ত জায়গায় ঘোরার আবেদন জাপানি মায়ের

(Last Updated On: )

বাধাহীনভাবে উন্মুক্ত পরিবেশে দুই মেয়েশিশুকে নিয়ে চলাচলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো। সোমবার (৬ সেপ্টেম্বর) তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন ।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে। তবে আদালত এখনও আবেদনটি গ্রহণ করেননি।

এর আগে গত ২৩ আগস্ট জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন মর্মে আদেশ দেন আদালত।