জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের হোসেন হিটলারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে কামালপুর-বকশীগঞ্জ সড়কের গামারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের জানান, বকশীগঞ্জ নতুন বাজার এলাকা থেকে কামালপুর নিজ বাড়িতে ফিরছিলেন জোবায়ের হোসেন হিটলার। গামারি গাছ এলাকায় পৌছা-লে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলায় তার ডান চোখের নিচে জখম হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার পর হিটলারের কাছে থাকা নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে।
হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়েছে বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই পুলিশি অভিযান চালানো হচ্ছে।