“কমরেড সহিদুল্লাহ চৌধুরী এ দেশের শ্রমিক- মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের একজন লড়াকু সৈনিক। আজীবন শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তিনি ছিলেন শ্রমিক আন্দোলনের অগ্রসৈনিক।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা, বীরমুক্তিযোদ্ধা কমরেড সহিদুল্লাহ চৌধুরীর শোকসভায় বক্তারা এ কথা বলেন।
২১ জানুয়ারী বিকালে পার্টির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা।
পার্টির পটিয়া উপজেলার সভাপতি কমরেড শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন এড শওকত আলী, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আজাদ,জামাল আবদুল নাসের,তাপস চক্রবতী,শ্যামল বিশ্বাস।
সভায় বক্তারা বলেন “তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শ্রমিক আন্দোলনে তাঁর অবদান প্রতিমুহূর্তে এ দেশের শ্রমিক মেহনতি মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
