পিরোজপুর কাউখালীতে জুতা পায়ে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার ৩৯নং জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান সিকদার। শ্রদ্ধা নিবেদন শেষে ফটোসেশন করায় তার উপর ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের সময় অন্য শিক্ষকরা খালি পায়ে থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুতা পায়ে দিয়ে শহীদ বেদিতে ফুল দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা গণমাধ্যম কর্মীদের নজরে আসে।
প্রধান শিক্ষক নুরুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে বলেন, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় আমার মনে ছিলো না যে, পায়ে জুতা আছে। এ ঘটনাটির জন্য আমি খুবই লজ্জিত, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এমন ঘটনা আর ঘটবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, এমন ঘটনা আমি গণমাধ্যম কর্মীদের কাছে শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে