খেলা

বাংলাদেশ একাদশে ৩, উইন্ডিজের ১ পরিবর্তন

(Last Updated On: ফেব্রুয়ারি ১১, ২০২১)

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ইনজুরিতে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন। আর পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে আবু জায়েদ রাহির সুযোগ হয়েছে।

উইন্ডিজ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার কেমার রোচের পরিবর্তে আলজারি জোসেফ খেলবেন।

বাংলাদেশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহিদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি।

ওয়েস্ট ইন্ডিজ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শাইন মোসেলে, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জারমেইন ব্ল্যাকউড, জোশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), রাহকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জেমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।