যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মুস্তাফিজুর রহমান নামে এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনা সংক্রমণের পর থেকে এক মাস তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।
মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে মেম্বারশিপ অব দ্য রয়াল কলেজেস অব ফিজিশিয়ান্স (এমআরসিপি) ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তার বাড়ি ময়মনসিংহে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে নামাজে জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে।