প্রবাস

পোস্ট অফিস থেকে পাসপোর্ট পাবেন মালয়েশিয়ার প্রবাসীরা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে সেদেশের পোস্ট অফিসের মাধ্যমে নবায়ন করা পাসপোর্ট পাবেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এই কর্মসূচি চালু করা হয়েছে।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে এই কর্মসূচির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার।

উদ্বোধন অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, করোনাকালে প্রবাসী বাংলাদেশিরা যেন দ্রুত পাসপোর্ট হাতে পান সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়ন করা পাসপোর্ট পেতে প্রবাসীদের আর হাইকমিশনে আসতে হবে না। আমরা পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি নিয়েছি। ধীরে ধীরে মালয়েশিয়ার সব জায়গায় এই সুবিধা চালু করা হবে।

মালয়েশিয়া হাইকমিশন জানিয়েছে, পেনাং , জহুর বারু, ইপো, মুয়ার, কুচিং ও তেরেঙ্গানুতে এই সেবা চালু করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে সবাহ ও সারাওয়াকসহ বিভিন্ন প্রদেশে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করা হবে।