শিক্ষা

অটো পাস চায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পরীক্ষা না নিয়ে পূর্বের পিএসসি ও জেএসসির ফলাফল মূল্যায়ন করে অটোপাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে আগত ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি সমমানের অর্ধশতাধিক শিক্ষার্থী এ দাবি জানায়।

শিক্ষার্থীরা বলেছে, করোনায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১ মাস বন্ধ। আমাদের পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। অথচ শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, পরীক্ষার আগে আমাদের তিন মাস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, যা আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক। কারণ ইতিমধ্যে মহামারিতে আমাদের একটি বছর ক্ষতি হয়ে গেছে। এখন যদি পরীক্ষার আগে তিন মাস, পরীক্ষা চলাকালে তিন মাস এবং রেজাল্ট দিতে আরো তিন মাস সময় চলে যায়, তাহলে আমাদের ব্যাচটি (২০২০-২১ শিক্ষাবর্ষ) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সেশনজটে পড়তে চাই না। আমাদের পিএসসি ও জেএসসির রেজাল্ট অনুযায়ী অটোপ্রমোশন দেওয়া হোক।

এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিসহ তিন দফা দাবি জানায়।

দাবিগুলো হলো-

১. করোনার মাঝে বিশেষ ব্যবস্থা নেওয়া, আমরা পরীক্ষায় বসতে চাই না। এতে করে আমাদের রেজাল্ট খারাপ হবে;
২. সেশনজট নিয়ে আমরা করোনার ঝুঁকির মধ্যে পরীক্ষা দিতে চাই না;
৩. পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এসএসসিতে প্রমোশন দেওয়া হোক।