খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। পরিবর্তন নেই অস্ট্রেলিয়া একাদশেও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এক সপ্তাহের ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার ১৩১ রান করে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। তবে গতকাল ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাহদের। টস হেরে ম্যাচে নাইমের ৩০ রান, সাকিবের ৩৬ আর শেষের দিকে আফিফের ক্যামিও ২৩ রানে ১৩১ রানের মাঝারি পূঁজি পায় বাংলাদেশ।

ছোট টার্গেটে খেলতে নেমেই বিপদে পরে সফরকারীরা। শুরুর তিন ওভার স্পিনারদের করানোর পুরো সুফল নেন অধিনায়ক রিয়াদ। শুরুর ১৩ বলেই মাহেদি-নাসুম-সাকিব তুলে নেন অজি টপ অর্ডারের তিন উইকেট। মাঝে অজি অধিনায়ক-মার্শ জুটি গড়লেও শেষ করতে পারেননি। সাকিব-নাসুমদের স্পিনের পাশাপাশি সফল ছিলো দুই পেসার শরিফুল-মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১০৮ রানেই সব উইকেট হারায় অজিরা। প্রথমবারের মতো অজি বধের আনন্দে মাতে বাংলাদেশ।

ঐতিহাসিক এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে চারবারের দেখায় একবারও জিততে পারেননি টাইগাররা।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ

ম্যাথু ওয়েড (অধিনায়ক), জশ ফিলিপ, অ্যাস্টন অ্যাগার, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, অ্যান্ড্রু টাই, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।