আন্তর্জাতিক

আগুনে পুড়ানো হলো করোনা টিকা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনা ভাইরাসের ২০ হাজার আস্ট্রাজেনেকা ভ্যাকসিন পুড়িয়ে ফেললো আফ্রিকার দেশ মালাউয়ি৷ টিকাগুলো মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের৷

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে টিকাগুলো ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছিল৷ তবে মালাউয়ির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা সেগুলো ধ্বংস করেছে৷

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খুমবিযে কানদোদো চিপোনদা বলেন, ‘টিকাগুলো আমাদের ধ্বংস করতে হচ্ছে, কারণ, মালাউয়িতে মেয়াদোত্তীর্ণ কোনো ঔষধ ব্যবহারের সুযোগ নেই৷ আমাদের দেশের ইমিউনাইজেশন কর্মসূচিতে কখনোই মেয়াদোত্তীর্ণ টিকা ব্যবহার করা হয়নি৷ টিকাগুলো পুড়িয়ে ফেলার ফলে মানুষের মধ্যে টিকা বিষয়ে যে নেতিবাচক মনোভাব ছিল, তা দূর হবে৷

তিনি আরো বলেন, আমরা জনসমক্ষে টিকাগুলো পুড়িয়েছি৷ তার কারণ হলো, আমার এ বিষয়ে জনগণের কাছে স্বচ্ছ থাকতে চাই৷ সরকারের পক্ষ থেকে আমি নিশ্চিত করছি যে, দেশের জনগণকে কোনো মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হবে না৷ টিকাগুলো গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মালাউয়িকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল৷ গত ১৩ এপ্রিল এর মেয়াদ শেষ হয়ে যায়৷

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে জানান, টিকাগুলো ধ্বংস না করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আহ্বান তা তাদের কাছে অনেক দেরিতে এসেছিল৷

দুই কোটি মানুষের দেশ মালউয়িতে করোনা ভাইরাসের যথেষ্ট টিকা মজুদ আছে বলে দাবি করেছে দেশটির সরকার৷ দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ১২ হাজার ছয়শ ১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে৷ মালাউয়িতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি৷ আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৫০ জনের বেশি লোক মারা গেছেন৷ সূত্র: ডিডাব্লিউ, এপি