জাতীয়

আগের অবস্থায় সেই বৃক্ষ মানব


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিরল রোগে আক্রান্ত (বৃক্ষ মানব) সেই আবুল বাজানদারের অবস্থা আগের মতো হয়ে গেছে। তার হাতে আবারও গজিয়েছে শেকড়। আজ শনিবার তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাজনাদার প্রায় আড়াই বছর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। ওই সময় তার ২৫টি অস্ত্রোপচার হয়েছিল। এখন  তিনি আগের অবস্থায় ফিরে গেছেন। এটি তার এটা তার জেনেটিক সমস্যা। বোর্ড গঠনের মাধ্যমে আবারো চিকিৎসা করা হবে।’

তিনি আরও বলেন, ‘তাকে এর আগে কয়েকবার আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি বর্তমানে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আবুল বাজানদার বলেন,  ‘অস্ত্রোপচারের সময় আমার হাতে ও পায়ে গজিয়ে ওঠা সেই শেকড়গুলো কেটে ফেলে। তখন আমি স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতাম। পরে আস্তে আস্তে সেগুলো আবার উঠতে থাকে। এখন সেগুলো আবার আগের অবস্থায় চলে এসেছে। আগের মতনই জ্বালাপোড়া করে। হাতে ও পায়ের শেকড়গুলো এখন দ্রুত বাড়ছে। চিকিৎসকরা আমাকে আসতে বলেছিলেন, আমি আসতে পারিনি।’