জাতীয়

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (পুরান ভবন) এক সংবাদ সম্মেলন করে মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবার ভর্তি পরীক্ষার প্রথম হয়েছেন সুমাইয়া মুসলিম মীম। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল এই https://result.dghs.gov.bd/mbbs/ ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। পাশ করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। পাশে হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।