খেলা

আফগানিস্তান ও নেপালকে হারিয়েছে বাংলাদেশ দল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কাতারের রাজধানী দোহাতে ২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল। মেয়েদের ইভেন্টে গ্রুপ পর্বে ভালো করতে পারেননি সোনাম সুলতানারা। তবে স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আর আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল।

নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় সোনাম সুলতানা বলেছেন, ‘এই প্রথম আমরা নেপালকে হারিয়েছি। দেশে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ফলে এমন জয় এসেছে। আশা করছি, সামনের দিকে আরও ভালো করব।’

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘গ্রুপ পর্বে থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের সঙ্গে পেরে ওঠা যায়নি। তবে স্থান নির্ধারণী ম্যাচে আমরা ভালো করেছি।’

বাংলাদেশ দলে খেলেছেন- মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন, রামহিম লিয়ান বম, সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি।

বাংলাদেশ দল নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে বিজয়ী হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।