আন্তর্জাতিক

আফগানিস্তান বিমানের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে

(Last Updated On: )

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দর খালি করার ফলাফলের নিশ্চয়তা দিতে পারছেন না। কারণ সেনা ও আমেরিকান নাগরিক প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন বলে তিনি জানান।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, জো বাইডেন তার বক্তব্যে বলেন, কাবুলের বিমানবন্দর থেকে জরুরী ব্যবস্থা সরিয়ে নেওয়ার চূড়ান্ত ফলাফলের নিশ্চয়তা দিতে পারছিনা। এটি এখন পর্যন্ত সবচেয়ে “কঠিন” এয়ারলিফ্ট অপারেশন।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বাইডেন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে ‘ক্রমাগত যোগাযোগ’ করছে।

তিনি আরো বলেন, এখন যে জঙ্গি গোষ্ঠী দেশটিকে নিয়ন্ত্রণ করছে, তাদের বলছি যে তারা যদি আমেরিকানদের উপর কোনো হামলা চালায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে “দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া” পাবে। মার্কিন কর্মকর্তারা এখনো যে কোনও সন্ত্রাসী হামলার উপর নজরদারি করছেন।