জাতীয়

‘আসুন আমরা সবাই মিলে এই বাজেট বাস্তবায়ন করি’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আজ শুক্রবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিক বাজেটোত্তর সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ অঙ্গীকার করেন। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সংযুক্ত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বময় করোনাকালে দেশের বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থান হারিয়েছে। অনেক মানুষের সম্পদ খরচ হয়ে গেছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে বাজেট উপস্থাপন করেছি। আসুন আমরা সবাই মিলে এই বাজেট বাস্তবায়ন করি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।