জাতীয়

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর,কমেছে পরীক্ষার্থী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সারাদেশে আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। করোনা সংক্রমণ ও বন্যার কারণে প্রায় সাত মাস পরে এ পরীক্ষা নিচ্ছে সরকার।

আজ বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। এ বছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দুইটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে। সময় থাকবে ২০ মিনিট।

তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

অন্যদিকে মানবিক ও ব্যবসায়ী শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে সময় ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে। সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

এর আগে গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।