জাতীয়

একাদশে ভর্তির ফল রাত ৮টায়, জানা যাবে যেভাবে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার (২৯ জানুয়ারি) রাতে প্রকাশ করা হবে। রাত ৮টায় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।’

একাদশ শ্রেণির ভর্তি ফল জানা যাবে http://www.xiclassadmission.gov.bd সাইটে।

গত ৮ জানুয়ারি উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি। আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ ছিল।

ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।